ইউরোপের অন্যতম সৌন্দর্য বর্ধিত দেশ ইতালি স্পন্সর ভিসা আবেদন লিংক নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। ২০২৪ সালের বিশ্বের চতুর্থ অর্থনীতি সমৃদ্ধ দেশ ইতালিতে স্পন্সর ভিসায় আবেদন শুরু হয়েছে। আপনারা যারা ইতালিতে স্পন্সর তথা নন সিজনাল ভিসা আবেদন করে যেতে ইচ্ছুক তাদের জন্য এই পোস্টটি তৈরি করা হয়েছে। স্পন্সর ভিসার খরচ, কত টাকা আয় করবেন, কিভাবে আবেদন করবেন, যেতে কত সময় লাগবে, কিভাবে আবেদন করলে সহজে ভিসা পাবেন এ সকল তথ্যগুলো এখন এই পোস্টের মাধ্যমে পাওয়া যাবে।
ইতালি নুল্লা ওস্তা আবেদন লিংক
বাংলাদেশি নাগরিকদের একটি স্বপ্ন ইতালি দেশ ভ্রমণ করা অথবা সেখানে স্থায়ীভাবে বসবাস করা। চাকরি করার উদ্দেশ্যে যারা বাংলাদেশ থেকে ইতালি পাড়ি জমান তাদের জন্য বর্তমানে একটি সোনালী সময় অপেক্ষা করছে। দীর্ঘ ১০ বছর অপেক্ষা করার পর অবশেষে ২০২২ সাল থেকে ইতালিতে পুনরায় বাংলাদেশী নাগরিকদের কে শ্রমিক হিসেবে গ্রহণ করা হচ্ছে। তাই এই সঠিক সময়ে আপনাকে ইউরোপে নিজের একটি ঠিকানা তৈরি করে নেওয়াটা জরুরী।
ইতালি স্পন্সর ভিসা খরচ 2023
ইতিমধ্যে যারা ২০২৪ সালে মার্চের 27 তারিখ থেকে নতুন ভাবে ইতালিতে যাওয়ার জন্য আবেদন করেছেন তাদের তথ্য অনুযায়ী আজকে আমরা ইতালি স্পন্সর ভিসার খরচ গুলো নিয়ে আলোচনা করব। যারা ইতালিতে প্রবেশ করতে চায় তাদের জন্য দুই ক্যাটাগরির ভিসা প্রদান করা হয়। কৃষি ভিসা যার আরেক নাম সিজনাল। কৃষি বিষয়ে মাত্র নয় মাসের জন্য পারমিট দেওয়া হয়। আর স্পন্সর ভিসার মেয়াদ দুই বছর অথবা ২৪ মাস।
Italy nulla osta application link
যারা ইতালিতে নিজস্ব ব্যক্তি, দালাল অথবা পরিচিত লোকদের মাধ্যমে স্পন্সর ভিসাতে আবেদন করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাকে তারা কতদিনের পারমিশন দিচ্ছে। সকল কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই টাকার অংকটি তাদের সাথে পাসপোর্ট জমা দেওয়ার পূর্বে জেনে নিবেন। কারণ আমাদের জানামতে ইতালিতে স্পন্সর ভিসায় একজন নাগরিক প্রবেশ করার জন্য মাত্র 10 থেকে 12 লক্ষ টাকা প্রয়োজন হয়। তবে বাংলাদেশের দালাল অথবা পরিচিত লোকজন আপনার কাছ থেকে 16 থেকে 18 লক্ষ টাকা দাবি করবে।
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদনের সময় | ইতালির ভিসা কবে খুলবে ২০২৪?
২০২৪ সালের শুরুতে অর্থাৎ মার্চ মাসের 27 তারিখে স্পন্সর ভিসার জন্য আবেদন শুরু হয়। বর্তমানে নতুন করে আর আবেদন তারিখ ঘোষণা করা হবে কিনা সেটি ইতালি সরকার এখনো আলোচনা করেননি। তবে যদি ২০০৩ সালে আবারো আবেদনের কোন তারিখ ঘোষণা হয় তাহলে সেটি হবে নভেম্বর অথবা ডিসেম্বর মাস।
ইতিমধ্যেই ২০২৪ এবং ২০২৫ সালের ক্লিক ডে ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত স্পন্সর বিষয় ইতালিতে পুনরায় আবেদন করা যাবে। আর ২০২৫ সালেও একই তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সাধারণত আবেদন করার চার থেকে পাঁচ সপ্তাহ পর নুলস্তা পাওয়া যায়। আপনি যদি নতুন করে ইতালিতে পুনরায় স্পন্সর অথবা ননসিজোনাল ভিসায় আবেদন করতে চান তাহলে আরো কিছু সময় অপেক্ষা করুন আর আমাদের ওয়েবসাইটের আপডেট দেখুন।
ইতালি ভিসা আবেদন লিংক
আপনি নুলস্তা পাওয়ার পর বাংলাদেশে অবস্থিত vfs গ্লোবালের মাধ্যমে ইতালি এম্বাসিতে ভিসা আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই ভিএফএস গ্লোবালের ওয়েবসাইটে একটি নতুন একাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপর ভিসা পাওয়ার জন্য কাগজপত্র জমা দেওয়ার একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এ আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন অনলাইনে সম্পাদিত হয়ে থাকে। এবং অনলাইনে দেওয়া তারই অনুযায়ী আপনি আপনার ভিসা আবেদন করতে পারবেন।
আবেদন লিংক: https://visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa
উপরে প্রদত্ত VFS গ্লোবালের ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে আপনি আপনার ভিসা আবেদন নিজে নিজে করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি কোন প্রকার দালাল অথবা অন্য কারো সাহায্য নিতে চান তাহলে আরো বেশি সময় প্রয়োজন হবে।
ইতালি স্পন্সর ভিসা ২০২৪ আবেদন ফরম
ইতালি প্রবেশের জন্য যে সকল ভিসার ক্যাটাগরি রয়েছে সেগুলো হল টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি রিইউনিয়ন ভিসা, EU/EEE সিটিজেন ফ্যামিলি ভিসা, SEAMEN, মেডিকেল ট্রিটমেন্ট ভিসা, রিএন্টি ভিসা, স্কিলড ওয়ার্কার ভিসা, লেবার ভিসা, রিলিজিয়ন ইভেন্ট ভিসা। সকল ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই নিচে প্রদত্ত ফরম ফলো করতে হবে।
ইতালি এম্বাসিতে আপনি যদি ভিসা আবেদন করতে চান তাহলে উপরে বলতো ফর্মটি তিন পাতার পাওয়া যাবে। প্রথমে এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। প্রয়োজনে আপনি এই ফরম পূরণের জন্য vfs global এর সহায়তা নিতে পারেন, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। এই ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনি যদি ইতালি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। যেকোনো তথ্য ফ্রি দিয়ে আমরা সবার আগে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাকে সাহায্য করতে পারব। যেকোন প্রয়োজনে পোষ্টের নিচে কমেন্ট করুন।
আরো জানুন: